’লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জামায়াতের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
’লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: চরচা

ত্রয়োদশ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হলে নিজেদের মতো করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন-এর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, “সবার অংশগ্রহণে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই এখন সবচেয়ে জরুরি। ইসি যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

হামিদুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর আগেই কিছু দলের প্রার্থীরা মাঠে নেমে পড়লেও বিরোধী দলগুলোর বিরুদ্ধে হয়রানি ও অভিযোগ বাড়ছে। তিনি দাবি করেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিছু প্রার্থীকে জরিমানা করা হলেও অনেক ক্ষেত্রে নির্বাচন কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সব ভোটকেন্দ্রে সিসিটিভি না থাকায় স্বচ্ছ ভোটগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে। তাই সরকারি অর্থায়নে সব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের দাবি জানান তিনি।

প্রণোদনা ও বিভিন্ন ধরনের কার্ড বিতরণ নিয়ে বিএনপির-এর দিকে অভিযোগ তুলে হামিদুর রহমান বলেন, অতীতেও এসব কার্যক্রম ভোটারদের প্রভাবিত করেছে। বর্তমানে কার্ড বিতরণের নামে একই ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পারে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি।

এই জামায়াত নেতা বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোট চাইতে গিয়ে কিছু শিক্ষক জরিমানার মুখে পড়লেও যদি আচরণবিধি বাস্তবায়নে বৈষম্য থাকে, তাহলে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

কিছু রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি ডুয়েল সিটিজেনশিপ ইস্যুতে বিভিন্ন জায়গায় ভিন্ন সিদ্ধান্ত আসায় বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন।

বিদেশে জামায়াতের সাংগঠনিক শাখা বা পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশে রাজনৈতিক দলের শাখা রাখা যায় না এবং জামায়াত সে নিয়ম মেনেই চলে।

সম্পর্কিত