চরচা প্রতিবেদক

সময় বেঁধে দেওয়ার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বিসিবি থেকে পদত্যাগ করেননি পরিচালক নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা এই বোর্ড পরিচালককে পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। না হলে হুমকি দেওয়া হয়েছিল বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কট করার। সর্বশেষ খবর, দুপুর একটায় বিপিএলে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের খেলোয়াড়েরা মাঠে হাজির হননি। ম্যাচটি হওয়ার কথা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিসিবি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দিয়েছে। নাজমুলের মন্তব্যের জন্য ক্রিকেটারদের কাছে দুঃখও প্রকাশ করেছে। কিন্তু ক্রিকেটারদের মন গলেনি। ক্রিকেটাররা বর্জনের পথেই হাঁটছেন। সূত্র জানাচ্ছে, দুই–একজন বোর্ড পরিচালক ব্যক্তিগতভাবেও ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু ক্রিকেটাররা নিজেদের দাবিতে অনড়। পুরো বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনও করার কথা আছে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি কীভাবে পুষিয়ে দেবে, কিংবা এ ব্যাপারে বিসিবি কী ভাবছে, এমনই এক প্রশ্নের জবাবে সম্প্রতি নাজমুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “ওরা বিশ্বকাপে গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!”
এই নাজমুল ইসলাম এর আগেও টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা নিয়ে তামিম ইকবালের একটি মন্তব্যের জবাবে তাকে এক ফেসবুক পোস্টে ‘ভারতের দালাল’ বলেছিলেন। তামিমের বিরুদ্ধে করা ওই মন্তব্যের জেরেও ক্রিকেটাররা কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

সময় বেঁধে দেওয়ার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বিসিবি থেকে পদত্যাগ করেননি পরিচালক নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা এই বোর্ড পরিচালককে পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। না হলে হুমকি দেওয়া হয়েছিল বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কট করার। সর্বশেষ খবর, দুপুর একটায় বিপিএলে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের খেলোয়াড়েরা মাঠে হাজির হননি। ম্যাচটি হওয়ার কথা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিসিবি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দিয়েছে। নাজমুলের মন্তব্যের জন্য ক্রিকেটারদের কাছে দুঃখও প্রকাশ করেছে। কিন্তু ক্রিকেটারদের মন গলেনি। ক্রিকেটাররা বর্জনের পথেই হাঁটছেন। সূত্র জানাচ্ছে, দুই–একজন বোর্ড পরিচালক ব্যক্তিগতভাবেও ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু ক্রিকেটাররা নিজেদের দাবিতে অনড়। পুরো বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনও করার কথা আছে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি কীভাবে পুষিয়ে দেবে, কিংবা এ ব্যাপারে বিসিবি কী ভাবছে, এমনই এক প্রশ্নের জবাবে সম্প্রতি নাজমুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “ওরা বিশ্বকাপে গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!”
এই নাজমুল ইসলাম এর আগেও টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা নিয়ে তামিম ইকবালের একটি মন্তব্যের জবাবে তাকে এক ফেসবুক পোস্টে ‘ভারতের দালাল’ বলেছিলেন। তামিমের বিরুদ্ধে করা ওই মন্তব্যের জেরেও ক্রিকেটাররা কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন।