ময়মনসিংহ প্রতিনিধি

অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়েছে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক।
১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত যমুনা সার কারখানা এশিয়ার সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে প্রতিদিন প্রয়োজন হয় ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের চাপ।
২০২৪ সালের ১৫ জানুয়ারি তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাসের চাপ কমিয়ে দিলে উৎপাদন থেমে যায়। দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি গ্যাস সংযোগ ফিরে পেয়ে আবার চালু হয় কারখানাটি। উৎপাদন শুরুর মাত্র চার দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি রাতে অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটিতে আবারও বন্ধ হয়ে যায় কারখানা।
গত ২৪ নভেম্বর গ্যাসের চাপ বাড়লে নতুন করে আশার আলো দেখে কর্তৃপক্ষ। টানা ৩০ দিন মেরামত শেষে গত বছরের ২৩ ডিসেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে উৎপাদনে ফেরে যমুনা সার কারখানা।
মাত্র ১৫ দিনের মাথায় গত মঙ্গলবার রাত থেকে আবারও অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
উপ-প্রধান প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, “অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই দ্রুত উৎপাদনে ফেরার চেষ্টা করা হবে।”

অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়েছে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক।
১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত যমুনা সার কারখানা এশিয়ার সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে প্রতিদিন প্রয়োজন হয় ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের চাপ।
২০২৪ সালের ১৫ জানুয়ারি তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাসের চাপ কমিয়ে দিলে উৎপাদন থেমে যায়। দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি গ্যাস সংযোগ ফিরে পেয়ে আবার চালু হয় কারখানাটি। উৎপাদন শুরুর মাত্র চার দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি রাতে অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটিতে আবারও বন্ধ হয়ে যায় কারখানা।
গত ২৪ নভেম্বর গ্যাসের চাপ বাড়লে নতুন করে আশার আলো দেখে কর্তৃপক্ষ। টানা ৩০ দিন মেরামত শেষে গত বছরের ২৩ ডিসেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে উৎপাদনে ফেরে যমুনা সার কারখানা।
মাত্র ১৫ দিনের মাথায় গত মঙ্গলবার রাত থেকে আবারও অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
উপ-প্রধান প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, “অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই দ্রুত উৎপাদনে ফেরার চেষ্টা করা হবে।”