মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ দিনাজপুরে ১১.১ ডিগ্রি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ দিনাজপুরে ১১.১ ডিগ্রি
ছবি: পেক্সেলস

দিনাজপুরে জেঁকে বসেছে শীত। আজ বুধবার সকালে এই জেলায় সারা দেশের মধ্যে এবং মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসেই এই জেলার ওপর দিয়ে বয়ে যাবে শৈত্য প্রবাহ।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৫ কিলোমিটার এবং গড় আদ্রতা ৮১ শতাংশ।

গতকাল মঙ্গলবার এই জেলার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস এবং সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

দেশের যেসব জেলা গুলোতে শীতের প্রকোপ বেশি হয়ে থাকে তার মধ্যে উত্তরের জেলা দিনাজপুর অন্যতম। গত কয়েকদিন ধরেই এ জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ডিসেম্বরজুড়েই এখানে তীব্র শীত দেখা দিবে। ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে এবং শীতের তীব্রতা বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরো কমতে পারেও বলে জানান তিনি।

তিনি আরও জানান, এই মাসেই এই জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বিরাজ করবে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে আরও বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সম্পর্কিত