চার জেলায় আনসার–ভিডিপির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
চার জেলায় আনসার–ভিডিপির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
আনসার-ভিডিপি। ছবি: চরচা

আনসার–ভিডিপি সদস্য ও তাদের পরিবারের জন্য দেশের চার জেলায় তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় আজ শনিবার থেকে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

এই কর্মসূচির আওতায় বগুড়া, জামালপুর, ভোলা ও লালমনিরহাট জেলার আনসার–ভিডিপি সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা সরাসরি বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

কর্মসূচির প্রথম ধাপে আজ শনিবার বগুড়া জেলার গাবতলী সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বগুড়ায় আয়োজিত এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আওতায় চক্ষু ও দন্ত চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চোখের পূর্ণাঙ্গ পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি দন্ত বিশেষজ্ঞদের মাধ্যমে আধুনিক দাঁতের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ছাড়া সাধারণ রোগে আক্রান্তদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

সম্পর্কিত