কাজ শেষে বাড়ি ফেরা হলো না ইব্রাহিমের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কাজ শেষে বাড়ি ফেরা হলো না ইব্রাহিমের
ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. ইব্রাহিম (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাশিরহাট গ্রামের মৃত আনিসুল মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর জুরাইন এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। ভ্যানচালানোর পাশাপাশি দিনমজুরের কাজও করতেন তিনি।

নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পথে জুরাইন বালুর মাঠ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তার স্বামীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনেরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিলে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শ্যামপুর থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত