তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বাসস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমে এ তথ্য জানান।

এ সময় বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, “গণতান্ত্রিক উত্তরণে ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে যিনি আমাদের সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, আমাদের সেই নেতা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে তার এ আগমণকে শুধু স্বাগত নয়, আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাইছি।’’

বিএনপির এই নেতা বলেন, ‘‘গণতন্ত্রে উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে পৌঁছলে সেসব বাধা দূর হয়ে যাবে। আপনারা জানেন, লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছিল আগামী ফেব্রুয়ারি–মার্চের মধ্যবর্তী সময়ে সংসদ নির্বাচন হবে।’’

ফখরুল বলেন, ‘‘নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গিয়েছিল। গতকাল নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে, সেটার মধ্য দিয়ে নির্বাচনের রেল চলতে শুরু করেছে।’’

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এই আলোচনার মধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা বারবার বলে আসছেন, তারেক রহমান শিগগির দেশে ফিরছেন। কিন্তু ঠিক কবে আসছেন–তা নিশ্চিত করে বলেননি।

এর মধ্যেই তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসর খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলে আবারও আলোচনা শুরু হয় তার দেশে ফেরা নিয়ে। এবার মির্জা ফখরুল জানিয়ে দিলেন, কবে দেশে আসছেন তারেক রহমান।

সম্পর্কিত