চরচা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ কিছুক্ষণের মধ্যেই আপিল বিভাগে আটকে গেছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, এই অন্তর্বর্তী আদেশের ফলে ডাকসু নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা থাকল না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ কিছুক্ষণের মধ্যেই আপিল বিভাগে আটকে গেছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, এই অন্তর্বর্তী আদেশের ফলে ডাকসু নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা থাকল না।

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।