তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে ইসি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে ইসি
নির্বাচন কমিশন। ছবি: বাসস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে এই বৈঠক হচ্ছে।

একই দিন দুপুর আড়াইটার দিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভাও অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এ সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে সভায় আলোচনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট এক দিনে হতে যাচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর তিনদিন পর অর্থাৎ ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

সম্পর্কিত