৯০ শতাংশ দগ্ধ আয়েশার বোন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৯০ শতাংশ দগ্ধ আয়েশার বোন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি
আগুন। ছবি: চরচা

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় তার দুই মেয়েকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, লক্ষীপুর থেকে গতকাল বিথী আক্তার ২ শতাংশ এবং স্মৃতি আক্তারের শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে এলে তাদের ভর্তির ব্যবস্থা করা হয়। এদের দুজনের মধ্যে স্মৃতি আক্তারের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে ভর্তি রাখা হয়েছে। স্মৃতি আক্তারের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, বীথি আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ কম থাকায় জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই মারা যায়।

বেলাল হোসেন সুতারগোপ্তা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ওই বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

সম্পর্কিত