চরচা ডেস্ক

গত ১৮ ডিসেম্বর ছায়ানটে আগুন দেওয়ার ঘটনার এক প্রতিক্রিয়ায় তারা বলছে, কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে ছায়ানট জড়িত নয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মাবধি ছায়ানট রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ছায়ানট বিগত ষাট বছর ধরে সঙ্গীত-সংস্কৃতির অনুশীলন এবং তার প্রসারের মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে জাগ্রত করা ও সর্বজনের মাঝে ছড়িয়ে দিয়ে একটি সম্প্রীতি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তোলা ও বজায় রাখার কাজে সচেষ্ট রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুজনিত পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো মহল এই হামলা চালিয়েছে বলে ধারণা চলছে। তবে এই নবীন নেতার মৃত্যুর সূত্রে সংস্কৃতি-ভবনে আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে ছায়ানট মনে করে না। বরং, বাঙালি সংস্কৃতি-বিরোধী ব্যক্তিরা পরিস্থিতির সুযোগ গ্রহণ করেছে বলেই ধারণা ছায়ানটের।
এমন কার্যকলাপ এবং উদীচী সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ছায়ানট।

গত ১৮ ডিসেম্বর ছায়ানটে আগুন দেওয়ার ঘটনার এক প্রতিক্রিয়ায় তারা বলছে, কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে ছায়ানট জড়িত নয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মাবধি ছায়ানট রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ছায়ানট বিগত ষাট বছর ধরে সঙ্গীত-সংস্কৃতির অনুশীলন এবং তার প্রসারের মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে জাগ্রত করা ও সর্বজনের মাঝে ছড়িয়ে দিয়ে একটি সম্প্রীতি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তোলা ও বজায় রাখার কাজে সচেষ্ট রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুজনিত পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো মহল এই হামলা চালিয়েছে বলে ধারণা চলছে। তবে এই নবীন নেতার মৃত্যুর সূত্রে সংস্কৃতি-ভবনে আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে ছায়ানট মনে করে না। বরং, বাঙালি সংস্কৃতি-বিরোধী ব্যক্তিরা পরিস্থিতির সুযোগ গ্রহণ করেছে বলেই ধারণা ছায়ানটের।
এমন কার্যকলাপ এবং উদীচী সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ছায়ানট।

‘কমিউনিটির সাথে বিজ্ঞানের সেতুবন্ধন: বাংলাদেশে একটি কমিউনিটি-ভিত্তিক বজ্রপাতের পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করা’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। সভাপতিত্ব করেন বিএমডির পরিচালক মো. মোমেনুল ইসলাম।