গণভোটে ‘হ্যাঁ’তে সিল দিন: প্রধান উপদেষ্টা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
গণভোটে ‘হ্যাঁ’তে সিল দিন: প্রধান উপদেষ্টা
মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

গণভোটে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেন, “সকলের প্রতি আহ্বান জানাই, গণভোটে অংশ নিন। হ্যাঁ-তে সিল দিন। নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতে। হ্যাঁ-তে সিল দিন। দেশ পাল্টে দিন।”

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও হবে।

সরকার এই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাচ্ছে। যা নিয়ে সমালোচনাও রয়েছে। গতকাল রোববার গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়া ব্যাখ্যাও দিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে আপনাদের সম্মতি প্রয়োজন। গণভোটে অংশ নিন। হ্যাঁ ভোট দিলে বৈষম্য-শোষণ-নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ।”

সম্পর্কিত