চরচা ডেস্ক

ক্রমবর্ধমান জনঅসন্তোষের মুখে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কফি, গরুর মাংস, কলা ও কমলার রসসহ দুই শ’র বেশি নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তন। কারণ চলতি বছরের শুরুতে আরোপ করা আমদানি শুল্ক যে মূল্যস্ফীতি বাড়াচ্ছে-এই অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানের ভেতর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প পুনরায় দাবি করেন যে দেশে কার্যত কোনো মূল্যস্ফীতি নেই।
এদিকে ভার্জিনিয়া, নিউ জার্সি ও নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয়ের পেছনে জীবনযাত্রার ব্যয়,বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে বাড়তে থাকা জনঅসন্তোষ গুরুত্বপূর্ণ ইস্যু ছিল।
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প আরও জানান, আগামী বছর শুল্ক রাজস্ব থেকে নিম্ন ও মধ্যম আয়ের আমেরিকানদের জন্য ২ হাজার ডলারের অর্থসহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, ‘শুল্ক আমাদের ভর্তুকি দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এখন আমরা ভর্তুকিও দেব, পাশাপাশি ঋণও কমাব।’

ক্রমবর্ধমান জনঅসন্তোষের মুখে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কফি, গরুর মাংস, কলা ও কমলার রসসহ দুই শ’র বেশি নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তন। কারণ চলতি বছরের শুরুতে আরোপ করা আমদানি শুল্ক যে মূল্যস্ফীতি বাড়াচ্ছে-এই অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানের ভেতর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প পুনরায় দাবি করেন যে দেশে কার্যত কোনো মূল্যস্ফীতি নেই।
এদিকে ভার্জিনিয়া, নিউ জার্সি ও নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয়ের পেছনে জীবনযাত্রার ব্যয়,বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে বাড়তে থাকা জনঅসন্তোষ গুরুত্বপূর্ণ ইস্যু ছিল।
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প আরও জানান, আগামী বছর শুল্ক রাজস্ব থেকে নিম্ন ও মধ্যম আয়ের আমেরিকানদের জন্য ২ হাজার ডলারের অর্থসহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, ‘শুল্ক আমাদের ভর্তুকি দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এখন আমরা ভর্তুকিও দেব, পাশাপাশি ঋণও কমাব।’

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।