তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
তুরস্কে পারফিউম গুদামে আগুন, নিহত ৬
অগ্নিকান্ড। ছবি : চরচা

তুরস্কের উত্তর–পশ্চিমাঞ্চলের কোচায়েলি প্রদেশের একটি পারফিউম গুদামে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে এবং ৫জন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম টিআরটি হাবারের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুন লাগার আগে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই গুদামজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কোচায়েলি প্রদেশের গভর্নর ইলহামি আক্তাস সাংবাদিকদের জানান, “আগুনে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি, তদন্ত চলছে।“

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই ভেবে নেন ভূমিকম্প হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন গুদামজুড়ে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গুদামে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুরো এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুদামটি আপাতত সিল করে রাখা হয়েছে।

সম্পর্কিত