ইউক্রেনের পাশে থাকব, যতদিন না শান্তি আলোচনার টেবিলে বসাতে পারব: ন্যাটো

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইউক্রেনের পাশে থাকব, যতদিন না শান্তি আলোচনার টেবিলে বসাতে পারব: ন্যাটো
ন্যাটো অ্যাডমিরাল জিউসেপ কাভো ড্রাগোনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ স্থবির হয়ে গেছে এবং সময় চলে এসছে আলোচনায় বসার। প্রতীকী ছবি: ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষে অবস্থান এবং যতদিন অবধি দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার পথ উন্মুক্ত না হয় ততদিন পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সামরিক জোট ন্যাটো। ন্যাটোর সামরিক কমিটির অ্যাডমিরাল জিউসেপ কাভো ড্রাগোনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

জিউসেপ জানান, যতদিন পর্যন্ত না দুই দেশকে একটি দীর্ঘস্থায়ী শান্তির জন্য আলোচনার টেবিলে বসাতে পারে, ততদিন পর্যন্ত ইউক্রেনের সঙ্গে থাকবে ন্যাটো।

জিউসেপ আরও জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ স্থবির হয়ে গেছে এবং সময় এসেছে আলোচনায় বসার।

ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের প্রতিরক্ষায় সমর্থন করবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, দেশগুলো প্রস্তুত এবং তারা এক ধরনের সতর্কবার্তা পেয়েছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ফলস্বরূপ পশ্চিমা জোটে ফিনল্যান্ড এবং সুইডেন যোগ দিয়েছে। অ্যাডমিরাল জিউসেপ এই যুদ্ধকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি কৌশলগত ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছেন।

সম্পর্কিত