চরচা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কতটি আসনে নির্বাচন করবে, তা আগামী দুয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এমন মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, "আমরা আশা করছি কাল-পরশুর মধ্যেই এনসিপি এই জোটে কত আসনে নির্বাচন করবে, সে বিষয়ে পরিষ্কার ঘোষণা দিতে পারব।"
নাহিদ ইসলাম আরও বলেন, "আসন সমঝোতার আলোচনা চলমান থাকলেও জোট নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।"
১১ দলীয় এই জোটের সব শরিকের মধ্যে আসন বণ্টন এখনো চূড়ান্ত না হলেও অন্তত এনসিপির অংশটি নিয়ে শিগগিরই স্পষ্ট ধারণা দেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম।
অন্যদিকে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে নাহিদ বলেন, "ঋণখেলাপিদের মনোনয়ন গ্রহণ ও বাতিলের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে।"
এ বিষয়ে নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কতটি আসনে নির্বাচন করবে, তা আগামী দুয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এমন মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, "আমরা আশা করছি কাল-পরশুর মধ্যেই এনসিপি এই জোটে কত আসনে নির্বাচন করবে, সে বিষয়ে পরিষ্কার ঘোষণা দিতে পারব।"
নাহিদ ইসলাম আরও বলেন, "আসন সমঝোতার আলোচনা চলমান থাকলেও জোট নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।"
১১ দলীয় এই জোটের সব শরিকের মধ্যে আসন বণ্টন এখনো চূড়ান্ত না হলেও অন্তত এনসিপির অংশটি নিয়ে শিগগিরই স্পষ্ট ধারণা দেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম।
অন্যদিকে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে নাহিদ বলেন, "ঋণখেলাপিদের মনোনয়ন গ্রহণ ও বাতিলের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে।"
এ বিষয়ে নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

১৯২২ সালের আজকের এই দিনে মানবশরীরে প্রথম ইনসুলিনের সফল প্রয়োগ হয়েছিল। আজ থেকে ১০৪ বছর আগের সেই ১১ জানুয়ারি লিওনার্দো থমসন নামের ১৪ বছর বয়সী এক বালকের শরীরে প্রথম এ ওষুধ প্রয়োগ করা হয়। টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত লিওনার্দো ছিল ভীষণভাবে অসুস্থ। তার শরীরে প্রয়োগের পর ক্রমে সে সুস্থ হয়ে ওঠে এবং বিস্ময়