চরচা ডেস্ক

বাংলাদেশের কাছে পাওনা বকেয়া বিলের জন্য আন্তর্জাতিক সালিশিতে যাচ্ছে ভারতের আদানি পাওয়ার। গত সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আদানি গ্রুপ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
ভারতের আদানি পাওয়ার জানিয়েছে, তারা বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের বকেয়া অর্থ নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া বেছে নিয়েছে।
ভারতীয় ধনকুবের গৌতম আদানির সংস্থাটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত পাওনা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্বে রয়েছে। ২০১৭ সালে উভয় পক্ষের মধ্যে এই বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয়েছিল।
আদানি গ্রুপের একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, “বিদ্যুতের দামের মধ্যে কিছু খরচ কীভাবে হিসাব করা হচ্ছে, তা নিয়ে আমাদের মধ্যে কিছু মতবিরোধ তৈরি হয়েছে। তাই দুই পক্ষই সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছে।”
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রয়টার্সকে জানান, আলোচনা এখনও চলছে। তিনি আরও বলেন, “আলোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পর, প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক সালিশের দিকে যাব।”
আদানি পাওয়ার ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। যা বাংলাদেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় এক-দশমাংশ পূরণ করে।

বাংলাদেশের কাছে পাওনা বকেয়া বিলের জন্য আন্তর্জাতিক সালিশিতে যাচ্ছে ভারতের আদানি পাওয়ার। গত সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আদানি গ্রুপ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
ভারতের আদানি পাওয়ার জানিয়েছে, তারা বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের বকেয়া অর্থ নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া বেছে নিয়েছে।
ভারতীয় ধনকুবের গৌতম আদানির সংস্থাটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত পাওনা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্বে রয়েছে। ২০১৭ সালে উভয় পক্ষের মধ্যে এই বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয়েছিল।
আদানি গ্রুপের একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, “বিদ্যুতের দামের মধ্যে কিছু খরচ কীভাবে হিসাব করা হচ্ছে, তা নিয়ে আমাদের মধ্যে কিছু মতবিরোধ তৈরি হয়েছে। তাই দুই পক্ষই সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছে।”
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রয়টার্সকে জানান, আলোচনা এখনও চলছে। তিনি আরও বলেন, “আলোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পর, প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক সালিশের দিকে যাব।”
আদানি পাওয়ার ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। যা বাংলাদেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় এক-দশমাংশ পূরণ করে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।