ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।। ছবি: বাসস

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এ অঞ্চলের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মোন্থা’। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ সুন্দর বা সুবাসিত ফুল।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৩টার দিকে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে এক হাজার ৩০০ কিলোমিটার, মোংলা থেকে এক হাজার ২৮০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি ২৮ অক্টোবর রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত আনতে পারে।

পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে নৌকা ও ট্রলারকে বিচরণ নিষেধ করা হয়েছে।

সম্পর্কিত