চরচা প্রতিবেদক

রাজধানীর সেন্ট যোসেফ স্কুলে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এই ঘটনা ঘটে। একই রাতে কাকরাইল চার্চেও ককটেল ছোড়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ চরচাকে সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। পুলিশ অপরাধী সনাক্তে কাজ করছে।
কাজী রফিক আহমেদ বলেন, ‘‘শুক্রবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে স্কুলের গেটের বাইরে থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে রাস্তা থেকে স্কুলের ভেতরে ককটেল নিক্ষেপ করে। সে সময় বিদ্যুৎ না থাকায় সিসিটিভি ক্যামেরায় তাদের চেহারা দেখা যায়নি। কাউকে এখনও সনাক্ত করা যায়নি।’’
এরআগে, শুক্রবার রাত সাড়ে ১০টার পর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায়ও দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

রাজধানীর সেন্ট যোসেফ স্কুলে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এই ঘটনা ঘটে। একই রাতে কাকরাইল চার্চেও ককটেল ছোড়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ চরচাকে সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। পুলিশ অপরাধী সনাক্তে কাজ করছে।
কাজী রফিক আহমেদ বলেন, ‘‘শুক্রবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে স্কুলের গেটের বাইরে থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে রাস্তা থেকে স্কুলের ভেতরে ককটেল নিক্ষেপ করে। সে সময় বিদ্যুৎ না থাকায় সিসিটিভি ক্যামেরায় তাদের চেহারা দেখা যায়নি। কাউকে এখনও সনাক্ত করা যায়নি।’’
এরআগে, শুক্রবার রাত সাড়ে ১০টার পর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায়ও দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।