সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: বাসস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সেনাপ্রধান বলেন, ‘‘সামনের দিনে দেশ একটি নির্বাচনে যাচ্ছে, আমরা নির্বাচনে সরকারকে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে।’’

ওয়াকার-উজ-জামান বলেন, ‘‘মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।’’

সেনানিবাসে আয়োজিত এ অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক দেওয়া হয়।

সম্পর্কিত