ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ধ্বংস হবে: পুতিন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ধ্বংস হবে: পুতিন
ছবিঃ এআই দিয়ে তৈরি

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এমন পদক্ষেপ মস্কো ও ওয়াশিংটনেরর মধ্যকার সম্পর্কে সম্পূর্ণভাবে ‘ধ্বংস’ করে দেবে।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন, তার দেশ ইউক্রেনের দূরপাল্লার অস্ত্রের অনুরোধ বিবেচনা করছে। এর প্রতিক্রিয়ায়, সোচিতে এক আন্তর্জাতিক ফোরামে এবং পরে এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন কড়া সতর্কবার্তা দেন।

পুতিন বলেন, টমাহক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য সরবরাহ একটি সম্পূর্ণ নতুন সংঘাত সৃষ্টি করবে। যার সরাসরি প্রভাব রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে।

টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২৫০০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের হাতে গেলে রাশিয়ার ইউরোপ অংশের বেশিরভাগ অঞ্চল, এমনকি মস্কোর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুও হামলার আওতায় চলে আসবে।

তিনি আরো বলেন, আমেরিকান সামরিক কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা অসম্ভব। তাই, এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে তা হবে সরাসরি সংঘাতে জড়ানোর শামিল।

আমেরিকান কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ বর্তমানে নৌবাহিনীর জন্য সংরক্ষিত থাকায় ইউক্রেনকে এখনই তা সরবরাহ করা সম্ভব নয়। তবে ইউরোপীয় মিত্রদের মাধ্যমে কিয়েভে অন্য দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহের বিকল্প বিবেচনা করতে পারে দেশটি।

সম্পর্কিত