বুথফেরত জরিপ
চরচা ডেস্ক

ভারতের বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এদিন রাজ্যের বিভিন্ন জেলার ১২২টি আসনে ভোটগ্রহণ করা হয়।
বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোট এনডিএ বড় ব্যবধানে এগিয়ে। এনডিটিভি জানিয়েছে, দৈনিক ভাস্করের জরিপে এনডিএ ১৪৫–১৬০টি, কংগ্রেস–আরজেডি জোট এমবিবি ৭৩–৯১টি, জেএসপি ০–৩টি ও অন্যরা ৫–৭টি আসন পেতে পারে। অন্য জরিপগুলোও প্রায় একই ইঙ্গিত দিয়েছে। তবে প্রশান্ত কিশোরের দল উল্লেখযোগ্য ফলাফল করতে পারবে না বলেই পূর্বাভাস।
এই পর্বে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভার নয় মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট হয় পশ্চিম ও পূর্ব চম্পারণ, সীতামারহি, মধুবনী, সুপৌল, আরারিয়া ও কিষাণগঞ্জসহ সীমান্তবর্তী জেলাগুলোয়, যেখানে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি বেশি। ফলে এ পর্ব সরকার ও বিরোধী উভয় জোটের জন্য গুরুত্বপূর্ণ। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। বিরোধী জোটে ভাঙনের গুঞ্জন থাকলেও বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি তা অস্বীকার করেছেন।

ভারতের বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এদিন রাজ্যের বিভিন্ন জেলার ১২২টি আসনে ভোটগ্রহণ করা হয়।
বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোট এনডিএ বড় ব্যবধানে এগিয়ে। এনডিটিভি জানিয়েছে, দৈনিক ভাস্করের জরিপে এনডিএ ১৪৫–১৬০টি, কংগ্রেস–আরজেডি জোট এমবিবি ৭৩–৯১টি, জেএসপি ০–৩টি ও অন্যরা ৫–৭টি আসন পেতে পারে। অন্য জরিপগুলোও প্রায় একই ইঙ্গিত দিয়েছে। তবে প্রশান্ত কিশোরের দল উল্লেখযোগ্য ফলাফল করতে পারবে না বলেই পূর্বাভাস।
এই পর্বে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভার নয় মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট হয় পশ্চিম ও পূর্ব চম্পারণ, সীতামারহি, মধুবনী, সুপৌল, আরারিয়া ও কিষাণগঞ্জসহ সীমান্তবর্তী জেলাগুলোয়, যেখানে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি বেশি। ফলে এ পর্ব সরকার ও বিরোধী উভয় জোটের জন্য গুরুত্বপূর্ণ। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। বিরোধী জোটে ভাঙনের গুঞ্জন থাকলেও বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি তা অস্বীকার করেছেন।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।