চরচা প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তারেক রহমান। এর আগে আজ হাসপাতালে এসে পৌঁছান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমান।
আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। সেখানে ১৬ মিনিটের বক্তব্য শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।
তারেক রহমানকে এক নজর দেখতে সকাল থেকেই হাসপাতাল ও আশপাশের এলাকায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
মা ও ছেলের সাক্ষাৎকে ঘিরে হাসপাতাল এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে হাসপাতাল ও সংলগ্ন এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি।
হাসপাতালে মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তারেক রহমান গুলশানের বাসায় ফিরবেন বলে জানা গেছে।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তারেক রহমান। এর আগে আজ হাসপাতালে এসে পৌঁছান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমান।
আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। সেখানে ১৬ মিনিটের বক্তব্য শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।
তারেক রহমানকে এক নজর দেখতে সকাল থেকেই হাসপাতাল ও আশপাশের এলাকায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
মা ও ছেলের সাক্ষাৎকে ঘিরে হাসপাতাল এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে হাসপাতাল ও সংলগ্ন এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি।
হাসপাতালে মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তারেক রহমান গুলশানের বাসায় ফিরবেন বলে জানা গেছে।