দিল্লি বিস্ফোরণে নিরাপত্তা উদ্বেগ, ভারতে আসছেন না নেতানিয়াহু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দিল্লি বিস্ফোরণে নিরাপত্তা উদ্বেগ, ভারতে আসছেন না নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা আশঙ্কায় আবারও দেশটিতে নিজের সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে চলতি বছরে টানা তৃতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন তিনি।

আজ মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

চলতি বছরের শেষদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য নেতানিয়াহুর দিল্লি আসার কথা ছিল। তবে দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর নিরাপত্তা আশঙ্কার কারণে সফরটি পিছিয়ে গেছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এক দশকের বেশি সময়ের মধ্যে ভারতীয় রাজধানীতে এটিই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

ইসরায়েলি সংবাদমাধ্যম আই ২৪ নিউজ জানিয়েছে, ২০১৮ সালে সর্বশেষ ভারতে এসেছিলেন নেতানিয়াহু। এবার তিনি মোদির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত ছিলেন। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা মূল্যায়ন শেষে আগামী বছর কোনো এক সময়ে ভারত সফরের নতুন তারিখ খুঁজতে পারেন নেতানিয়াহু।

বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, এ বছরের শেষ নাগাদ ভারত সফরের পরিকল্পনা করছিলেন নেতানিয়াহু।

এর আগে, ইসরায়েলে এ বছর দুবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ জন্য এপ্রিল ও সেপ্টেম্বরের ভারত সফর বাতিল করেন নেতানিয়াহু।

২০১৮ সালের জানুয়ারিতে নেতানিয়াহু ভারত সফর করেছিলেন। তার আগে ২০১৭ সালে তেল আবিব সফর করেন মোদি। ইহুদি রাষ্ট্রটিতে সরকারি সফরে যাওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

সম্পর্কিত