রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৩ নভেম্বর থেকে নির্বাচনী সংলাপে বসছে ইসি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৩ নভেম্বর থেকে নির্বাচনী সংলাপে বসছে ইসি
ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, সংলাপে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে। তবে আওয়ামী লীগের শরিক দলগুলো এতে অংশ নেবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

আখতার আহমেদ বলেন, “১৩ তারিখের আলোচনায় কাদের ডাকা হবে তা এখনো নির্ধারিত হয়নি, তবে সব নিবন্ধিত দল নিয়েই আলোচনার প্রস্তুতি চলছে।”

ইসি সচিব জানান, আলোচনায় মূলত নির্বাচনী আচরণবিধি ও আরপিও সংশোধনী নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, “আমরা চাই রাজনৈতিক দলগুলোর মতামত শুনে সুষ্ঠ নির্বাচনের জন্য তাদের সহযোগিতা নিশ্চিত করতে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন আচরণবিধিতে নির্বাচনী পোস্টার নিষিদ্ধ করা হয়েছে, এক জন প্রার্থী একটি জনসভায় সর্বোচ্চ তিনটি মাইক ব্যবহার করতে পারবেন। তবে একাধিক জনসভা হলে প্রতিটিতে তিনটি মাইক ব্যবহারের সুযোগ থাকবে। ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও লিফলেট বিতরণের অনুমতি থাকলেও, চলাচলে সমস্যা হয় এমন কোনো স্থাপনা তৈরি করা যাবে না।

সংলাপের দিন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি নিয়ে প্রশ্ন করলে ইসি সচিব বলেন, “আমাদের প্রস্তুতি শেষ এবং ১৩ তারিখেই সংলাপ অনুষ্ঠিত হবে।”

গণভোট ইস্যুতে আখতার আহমেদ বলেন, “গণভোট নিয়ে নির্বাচন কমিশন বা সচিবালয়ে কোনো নির্দেশনা এখনো পাইনি।”

সম্পর্কিত