বাংলাদেশ লিগের সঙ্গে ‘চুক্তি হয়নি’ পেট্রোনাসের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বাংলাদেশ লিগের সঙ্গে ‘চুক্তি হয়নি’ পেট্রোনাসের
বাংলাদেশ ফুটবল লিগের লোগো

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পনসর হতে যাচ্ছে মালয়েশিয়ান তেল গ্যাস কোম্পানি পেট্রোনাস-এমন খবর চাউর হয় গতকাল রোববারই।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পেট্রোনাসের নাম যোগ করে করে গতকালই বিএফএলের নতুন লোগো প্রকাশ করেছে।

যদিও মালয়েশিয়ান এনার্জি জায়ান্ট পেট্রোনাস সরাসরি বিএফএলের স্পনসর নয়। মূলত ইউনাইটেড গ্রুপের সঙ্গেই পেশাদার লিগের স্পনসরশিপ চুক্তি সই হয়েছে বাফুফের। বাংলাদেশে ইউনাইটেড গ্রুপই পেট্রোনাসের বিভিন্ন পণ্যের ডিস্ট্রিবিউটার। ইউনাইটেড গ্রুপই বিএফএলের সঙ্গে পেট্রোনাসের নামটি সংযুক্ত করেছে।

কিন্তু মালয়েশিয়ান প্রতিষ্ঠানটি আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পনসর হিসেবে পেট্রোনাস তাদের নাম ব্যবহার করার প্রতিবাদ জানিয়েছে।

এই বিবৃতি প্রকাশিত হয়েছে পেট্রোনাসের ওয়েব সাইটে। মালয়েশিয়ার বিভিন্ন পত্র-পত্রিকার অনলাইন সংস্করণেও প্রকাশিত হয়েছে এই খবর।

পেট্রোনাস জানিয়েছে বাংলাদেশ ফটুবল লিগের সঙ্গে তাদের কোনো চুক্তি হয়নি
পেট্রোনাস জানিয়েছে বাংলাদেশ ফটুবল লিগের সঙ্গে তাদের কোনো চুক্তি হয়নি

বিবৃতিতে পেট্রোনাস জানিয়েছে, “পেট্রেনাস বাংলাদেশের ফুটবল লিগের কথিত টাইটেল স্পনসরশিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক পোস্টগুলো সম্পর্কে জানতে পেরেছে। আমরা নিশ্চিত করতে চাই, পেট্রোনাস কোনোভাবেই বাংলাদেশ ফুটবল লিগের জন্য কোনো স্পনসরশিপ চুক্তিতে সম্পৃক্ত নয়, এবং এই লিগের সঙ্গে আমাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের জন্য কোনো অনুমোদনও কাউকে দেওয়া হয়নি।”

রোববার বাফুফে প্রকাশিত লিগের নতুন লোগো নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ফুটবলপ্রেমীদের অনেকেই নতুন লোগোটি একটি অ্যাপ থেকে কপি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন।

সম্পর্কিত