সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হতে পারবেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। ভোটার তালিকা প্রসঙ্গে আখতার আহমেদ জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবর এর মধ্যে যাদের বয়স ১৮ হয়েছে, নিবন্ধন সাপেক্ষে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ভোটার হয়েছেন কি না এমন প্রশ্নের জাবেব ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘‘আমার জানামতে না।’’
ভোটার না হলে তিনি (তারেক রহমান) নির্বাচনে অংশ নিতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘‘পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। এটা আইনে (ভোটার তালিকা আইন) আছে। আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন। আমার মুখস্থ নাই।’’
ইসি সচিব বলেন, ‘‘আমরা ভোটার তালিকা ফাইনাল করছি। কাজেই সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা এবং ছবি— এই সাতটা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না।’’
‘‘আমরা ভোটার তালিকাটা ফাইনাল করার পরে কমিশনের সিদ্ধান্ত নিয়ে যদি ওপেন করা যায় এই সাতটা ফিল্ডেও সংশোধনের প্রস্তাব আমরা বিবেচনা করব। এই মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে— স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রের ধর্ম, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতার ধরণ এই জিনিসগুলো, টেলিফোন নাম্বার— বিশেষ করে টেলিফোন নাম্বারটা পরিবর্তনের বিষয়টা আসছে আয়করের সাথে।’’