চরচা ডেস্ক

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
গতকাল শনিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) প্রধান সুহারিয়ান্তো এ তথ্য জানিয়েছেন।
বিএনপিবি জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিপর্যয়কর বন্যায় ডুবে যাওয়া বেশ কয়েকটি এলাকায় পৌঁছতে উদ্ধারকারীরা লড়াই করে চলছেন। পশ্চিম সুমাত্রার আগাম জেলায় এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এসব এলাকায় ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।
সংস্থাটির প্রধান সুহারিয়ান্তো বলেছেন, “মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ এখনো অনেক মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, অনেকের কাছে পৌঁছানোও যায়নি।”
পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেছেন, “পশ্চিম সুমাত্রাজুড়ে মোট ৭৫ হাজার ২১৯ জন বাস্তুচ্যুত এবং এক লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
শুক্রবার রাতে তিনি জানিয়েছিলেন, অঞ্চলটিতে ৬১ জনের মৃত্যু হয়েছে ও ৯০ জন নিখোঁজ রয়েছেন। পরে উত্তর সুমাত্রা থেকে আরও ১১৬ জনের নিশ্চিত মৃত্যুর খবর আসে। আর আচেহ প্রদেশে আরও অন্তত ৩৫ জনের মৃত্যু হয়।
কয়েকদিন ধরে চলা টানা প্রবল বৃষ্টিতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে এই তিন দেশে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ ও মালয় উপদ্বীপের মধ্যবর্তী মালাক্কা প্রণালীতে একটি বিরল ক্রান্তীয় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর থেকে ওই অঞ্চলজুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
গতকাল শনিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) প্রধান সুহারিয়ান্তো এ তথ্য জানিয়েছেন।
বিএনপিবি জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিপর্যয়কর বন্যায় ডুবে যাওয়া বেশ কয়েকটি এলাকায় পৌঁছতে উদ্ধারকারীরা লড়াই করে চলছেন। পশ্চিম সুমাত্রার আগাম জেলায় এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এসব এলাকায় ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।
সংস্থাটির প্রধান সুহারিয়ান্তো বলেছেন, “মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ এখনো অনেক মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, অনেকের কাছে পৌঁছানোও যায়নি।”
পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেছেন, “পশ্চিম সুমাত্রাজুড়ে মোট ৭৫ হাজার ২১৯ জন বাস্তুচ্যুত এবং এক লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
শুক্রবার রাতে তিনি জানিয়েছিলেন, অঞ্চলটিতে ৬১ জনের মৃত্যু হয়েছে ও ৯০ জন নিখোঁজ রয়েছেন। পরে উত্তর সুমাত্রা থেকে আরও ১১৬ জনের নিশ্চিত মৃত্যুর খবর আসে। আর আচেহ প্রদেশে আরও অন্তত ৩৫ জনের মৃত্যু হয়।
কয়েকদিন ধরে চলা টানা প্রবল বৃষ্টিতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে এই তিন দেশে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ ও মালয় উপদ্বীপের মধ্যবর্তী মালাক্কা প্রণালীতে একটি বিরল ক্রান্তীয় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর থেকে ওই অঞ্চলজুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।