আবারও ভূমিকম্প, উৎপত্তি গাজীপুরে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আবারও ভূমিকম্প, উৎপত্তি গাজীপুরে
ভূমিকম্পের প্রতীকী ছবি/সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। গাজীপুরের বাইপাইলে উৎপত্তি ওই ভূমিকম্প রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ মুহাম্মদ ওমর ফারুক চরচাকে বলেন, “এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল গাজীপুরের বাইপাইল।”

গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। রাজধানী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলায় এর উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

সম্পর্কিত