চরচা প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন।
আজ শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় নেমে ছিল মানুষের ঢল। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানাজায় অংশ নেন।
জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে ছিল জনস্রোত।
জানাজার আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন।
এরপর হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক কথা বলেন। তিনি বলেন, “আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন এই বাংলায় প্রকাশ্যে দেখতে পারি।”
জানাজার শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই মানুষ জড়ো হতে থাকে। সকাল থেকেই নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
ডিএমপি কমিশনারের নির্দেশনায় পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
ডিএমপি থেকে জানানো হয়েছে, অন্যান্য সদস্যদের সঙ্গে ১০০০ জন পুলিশ সদস্য বডি ওর্ন ক্যামেরাসহ মাঠে ছিল।
বিপুল জনসমাগম ও শৃঙ্খলা বজায় রাখতে শনিবার সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ট্রাফিক পুলিশ সাধারণ যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। নিজের নির্বাচনী প্রচারে গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। গতকাল শুক্রবার হাদির মরদেহ দেশে আনার পর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন।
আজ শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় নেমে ছিল মানুষের ঢল। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানাজায় অংশ নেন।
জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে ছিল জনস্রোত।
জানাজার আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন।
এরপর হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক কথা বলেন। তিনি বলেন, “আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন এই বাংলায় প্রকাশ্যে দেখতে পারি।”
জানাজার শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই মানুষ জড়ো হতে থাকে। সকাল থেকেই নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
ডিএমপি কমিশনারের নির্দেশনায় পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
ডিএমপি থেকে জানানো হয়েছে, অন্যান্য সদস্যদের সঙ্গে ১০০০ জন পুলিশ সদস্য বডি ওর্ন ক্যামেরাসহ মাঠে ছিল।
বিপুল জনসমাগম ও শৃঙ্খলা বজায় রাখতে শনিবার সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ট্রাফিক পুলিশ সাধারণ যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। নিজের নির্বাচনী প্রচারে গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। গতকাল শুক্রবার হাদির মরদেহ দেশে আনার পর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।