যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সাগর হোসেন (৪৫) নামে এক রিকশাচালক নিহত গেছেন। আজ বুধবার ভোরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

বরিশালের সাগর পরিবার নিয়ে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

সাগরকে হাসপাতালে নিয়ে আসা নয়ন জানান, যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের ঢালে রিকশায় মালামাল নিয়ে ওঠার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগরের একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত