পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫
পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনার পর চলছে উদ্ধার কার্যক্রম। ছবি: বিবিসির সৌজন্যে

পর্তুগালের রাজধানী লিসবনে এলিভাদোর গ্লোরিয়া ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

বিবিসি জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফানিকুলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে একটি ভবনে ধাক্কা খায়। পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও তার শিশু সন্তান রয়েছেন।

দুর্ঘটনার পর পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং লিসবনে তিন দিন শোক পালিত হবে। লিসবন শহরের মেয়র কার্লোস মোয়েদা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ফানিকুলারটি ১৮৮৫ সাল থেকে চলছিল এবং দুর্ঘটনার পর এর সব সার্ভিস বন্ধ করা হয়েছে।

সম্পর্কিত