নির্বাচনে কত ভোটার কাকে ভোট দেবে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নির্বাচনে কত ভোটার কাকে ভোট দেবে
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আর্কাইভ ভবনে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল কত ভোট পাবে তা নিয়ে একটি জরিপের ফল প্রকাশ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং।

ওই জরিপ বলছে, বিএনপিকে ভোট দেবে ৪১.৩০ শতাংশ ভোটার। এর পরের স্থান জামায়াতে ইসলামীর, তাদের প্রতি ৩০.৩০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। আওয়ামী লীগ আছে তৃতীয় স্থানে, যাদের ভোট ১৮.৮০ শতাংশ। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৪.১০ শতাংশ ভোটার ভোট দেবে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আর্কাইভ ভবনে এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার।

জরিপে অংশ নেওয়া ৪০ শতাংশ ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে। ২৩.৩ শতাংশ ভোটারের ধারণা জামায়াত সরকার গঠন করতে পারে। ১২.১ শতাংশ ভোটার মনে করেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। নতুন দল এনসিপির সরকার গঠনের সম্ভাবনা আছে বলে মনে করেন ৩.৮ শতাংশ ভোটার।

জরিপে স্থানীয় রাজনীতিতে দলগুলোর কার্যক্রম নিয়ে ভোটারদের সন্তুষ্টির হারও উঠে এসেছে। বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট ৮.২ শতাংশ, জামায়াতের ১৩.৭ শতাংশ এবং এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট ৯.১ শতাংশ ভোটার।

জরিপ বলছে, আওয়ামী লীগের ২০ শতাংশ ভোটার বিএনপিকে, ১৪.৮ শতাংশ জামায়াতকে এবং ২.১ শতাংশ ভোটার এনসিপিকে ভোট দিতে আগ্রহী।

সম্পর্কিত