চরচা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে। তিনি সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি। স্থানীয় সময় শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ তথ্য জানান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় বিমান হামলার পর আল-কায়দার বিরুদ্ধে আফগানিস্তানে অভিযান শুরু করে আমেরিকা। তখন তারা এ ঘাঁটি ব্যবহার শুরু করে, তবে ২০২১ সালে সেনা প্রত্যাহারের পর তালেবান নিয়ন্ত্রণ নেয়।
এদিকে আফগান কর্মকর্তারা, আফগানিস্তানে মার্কিন প্রত্যাবর্তনের বিরোধিতা করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ঘাঁটি পুনর্দখল করতে আমেরিকার ১০ হাজারের বেশি সেনা ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। এ ঘাঁটি ফিরিয়ে দিতে তালেবান রাজি হলেও ইসলামিক স্টেট, আল-কায়েদা ও ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি আমেরিকার জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে। তিনি সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি। স্থানীয় সময় শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ তথ্য জানান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় বিমান হামলার পর আল-কায়দার বিরুদ্ধে আফগানিস্তানে অভিযান শুরু করে আমেরিকা। তখন তারা এ ঘাঁটি ব্যবহার শুরু করে, তবে ২০২১ সালে সেনা প্রত্যাহারের পর তালেবান নিয়ন্ত্রণ নেয়।
এদিকে আফগান কর্মকর্তারা, আফগানিস্তানে মার্কিন প্রত্যাবর্তনের বিরোধিতা করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ঘাঁটি পুনর্দখল করতে আমেরিকার ১০ হাজারের বেশি সেনা ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। এ ঘাঁটি ফিরিয়ে দিতে তালেবান রাজি হলেও ইসলামিক স্টেট, আল-কায়েদা ও ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি আমেরিকার জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।