শত্রুদের ওপর ‘প্রতিরোধমূলক হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নবগঠিত ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’ গত মঙ্গলবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়। ফলে ইরান-ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল বিবৃতিতে কাউন্সিল জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কাউন্সিল জোর দিয়ে বলেছে, আক্রান্ত হওয়ার পর শুধু পাল্টা জবাব দেওয়ার মধ্যেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখবে না, বরং নিজেদের নিরাপত্তা রক্ষায় যেকোনো ‘দৃশ্যমান হুমকির লক্ষণ’ বিবেচনায় নিয়ে তারা পদক্ষেপ নেবে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালানোর দুই দিন পর এ হুঁশিয়ারি এল।
এমন এক সময়ে এই বিবৃতিটি দেওয়া হলো যখন ইরান তীব্র অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে। বিশেষ করে মুদ্রাস্ফীতি এবং জাতীয় মুদ্রার ব্যাপক দরপতনের ফলে সৃষ্ট দেশব্যাপী বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে।