রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্ট সাময়িক বরখাস্ত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্ট সাময়িক বরখাস্ত
শুক্রবার ভিডিওটি ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার এক অফিস আদেশে তাকে মিরপুর ট্রাফিক বিভাগ থেকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘‘পুলিশ সার্জেন্ট আরিফুর ইসলাম দায়িত্বে থাকা অবস্থায় এই কাজ করতে পারেন না। আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।’’

এর আগে, শুক্রবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি চলে যাওয়া সময় তার পায়ে ছুঁয়ে সালাম করেন আরিফুল ইসলাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরে সন্ধ্যায় ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাসের স্বাক্ষর করা এক অফিস আদেশে বলা হয়, ‘‘ট্রাফিকের মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে সেই বিভাগ থেকে ডিএমপি সদরদপ্তরে (প্রশাসন) সংযুক্ত (ক্লোজ) করা হলো।’’

সম্পর্কিত