চরচা ডেস্ক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে একটি টাউনশিপে বন্দুকধারীর গুলিতে অন্তত নয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার আগমুহূর্তে এই হামলার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রধান সোনার খনির কাছে অবস্থিত বেকারসডালে একটি বারের কাছে ওই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, অন্তত ১২ জন অজ্ঞাতনামা সন্দেহভাজন একটি সাদা কম্বি ও একটি রুপালি সেডান গাড়িতে করে ঘটনাস্থলে আসে। তারা বারের ভেতরে থাকা মানুষদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপর গুলি চালাতে চালাতেই তারা পালিয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। তবে শহর থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে বেকারসডালে কী কারণে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয় জানিয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে একটি টাউনশিপে বন্দুকধারীর গুলিতে অন্তত নয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার আগমুহূর্তে এই হামলার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রধান সোনার খনির কাছে অবস্থিত বেকারসডালে একটি বারের কাছে ওই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, অন্তত ১২ জন অজ্ঞাতনামা সন্দেহভাজন একটি সাদা কম্বি ও একটি রুপালি সেডান গাড়িতে করে ঘটনাস্থলে আসে। তারা বারের ভেতরে থাকা মানুষদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপর গুলি চালাতে চালাতেই তারা পালিয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। তবে শহর থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে বেকারসডালে কী কারণে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয় জানিয়েছে কর্তৃপক্ষ।