কথায় কথায় দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না: আমীর খসরু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
কথায় কথায় দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না: আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “কথায় কথায় দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না। আপনাদের দাবি নিয়ে আপনারা মাঠে যাবেন আর এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয় তাহলে সংঘর্ষ বাঁধবে না?”

শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংলাপে তিনি এমন মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “নতুন প্রজন্মের কর্মসংস্থান নিয়ে বিএনপি নতুন নতুন পরিকল্পনা করছে। আমরা তরুণদের চাকরি কীভাবে দেব, তার সব প্রস্তুতি শেষ করেছি।”

তিনি আরও বলেন, “এক্ষেত্রে আমাদের নতুন ইকোনমিক মডেলে যেতে হচ্ছে। এ জন্য আমরা এক কোটি লোকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছি। দায়িত্ব পেলে ডে ওয়ান থেকে কাজ করবে বিএনপি।”

বিএনপির নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান মূল লক্ষ্য উল্লেখ করে আমীর খসরু আরও বলেন, "১৮ মাসে এক কোটি চাকরি সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে, যার বাস্তবায়ন পরিকল্পনা ইতোমধ্যেই প্রণীত হয়েছে। এই কর্মসংস্থান হবে কৃষি, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ও আইটি সেক্টরে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে।”

সম্পর্কিত