চরচা ডেস্ক

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ভয় বা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার চায় নির্বাচন হোক সুষ্ঠ, অবাধ ও আনন্দমুখর পরিবেশে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজ বুধবার সকালে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই দায়িত্ব ঠিকভাবে পালন করলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে। কোনো ধরনের হুমকি বা অস্থিরতা নেই।
তিনি আরও বলেন, নির্বাচনের আসল শক্তি হলো জনগণ। যদি জনগণ ভোট দিতে এগিয়ে আসে, তাহলে কেউ কোনোভাবে বাধা দিতে পারবে না। রাজনৈতিক দলগুলোরও উচিত হবে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে-ই অপরাধ করুক, সে আওয়ামী লীগ হোক বা অন্য কেউ, অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ গুজব ছড়াতে বা পরিস্থিতি অস্থির করতে পারবে না।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কখনো কখনো পার্শ্ববর্তী দেশ গুজব ছড়ায়। সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন, তাহলে মানুষ বুঝতে পারবে কোনটা মিথ্যা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ভয় বা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার চায় নির্বাচন হোক সুষ্ঠ, অবাধ ও আনন্দমুখর পরিবেশে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজ বুধবার সকালে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই দায়িত্ব ঠিকভাবে পালন করলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে। কোনো ধরনের হুমকি বা অস্থিরতা নেই।
তিনি আরও বলেন, নির্বাচনের আসল শক্তি হলো জনগণ। যদি জনগণ ভোট দিতে এগিয়ে আসে, তাহলে কেউ কোনোভাবে বাধা দিতে পারবে না। রাজনৈতিক দলগুলোরও উচিত হবে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে-ই অপরাধ করুক, সে আওয়ামী লীগ হোক বা অন্য কেউ, অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ গুজব ছড়াতে বা পরিস্থিতি অস্থির করতে পারবে না।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কখনো কখনো পার্শ্ববর্তী দেশ গুজব ছড়ায়। সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন, তাহলে মানুষ বুঝতে পারবে কোনটা মিথ্যা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা আরও বলেন, ১৯৭২ সালেও মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি আইন করা হয়েছিল। তবে সেই আইন ১৯৭২ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সংজ্ঞা ও জুলাই সনদকে বিবেচনায় রেখে দায়মুক্তির সময়সীমা শুধুমাত্র জুলাই-আগস্ট মাসের মধ্যেই সীমাবদ্ধ।

জীবদ্দশায় এই কিংবদন্তীর সবচেয়ে বড় অর্জনের ২ টা হলো তার অহিংস প্রতিবাদের ডাকে আমেরিকার সংবিধানে ২৪তম সংশোধনীর অনুমোদন হয় যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের ওপর আরোপিত কর বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন (Civil Rights Act) পাস করা হয়।