শ্রমের ঝুঁকিতে বাংলাদেশের ১২ লাখ শিশু: ইউনিসেফ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শ্রমের ঝুঁকিতে বাংলাদেশের ১২ লাখ শিশু: ইউনিসেফ
১২-৫৯ মাস বয়সী ৩৮% শিশুর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমা ছাড়িয়ে গেছে। ছবি: ইউনিসেফ

বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (বিবিএস) এবং ইউনেসেফের সম্মিলিত এক জরিপে জানানো হয়েছে, ২০১৯ সালের পরে ১২ লাখের বেশি শিশু শ্রমের ঝুঁকিতে রয়েছে। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (মিকস ২০২৫) জরিপে এ তথ্য উঠে আসে।

জরিপে ৬৩ হাজার পরিবারের ওপর পর্যলোচনা চালানো হয়। ১৭২টি মানদন্ড এবং ২৭টি এসডিজি সূচকের ওপর কাজ করা হয়। শিশু স্বাস্থ্যের অবস্থা, পুষ্টি এবং সুরক্ষাসহ বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে এ জরিপ করা হয়।

নতুন গবেষণায় দেখা গেছে, ১২-৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ৩৮% এবং প্রায় ৮% গর্ভবতী নারীর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমা ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে অপুষ্টির হার বেড়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়। ২০২৫ সালে অপুষ্টির হার ১২.৯% হয়েছে। মাতৃকালীন রক্ত স্বলপতা ৫২.৮%-এ বেশি রয়েছে।

৫-১৭ বছর বয়সী শিশুদের মধ্যে ৯.২% শিশু শ্রমে জড়িত থাকার কথা বলা হয় প্রতিবেদনে, যা ২০১৯ সালের ৬.৮% থেকে বেশি। এর ফলে অতিরিক্ত ১২ লাখ শিশু শ্রমের ঝুঁকিতে রয়েছে। সহিংসতার সমীক্ষায় ৮৬% শিশু কোনো না কোনো ধরনের হিংসাত্মক আক্রমণের শিকার হয়েছে বলে জানানো হয়।

সম্পর্কিত