মোদি এসে আমাকে ‘স্যার’ ডেকেছেন: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মোদি এসে আমাকে ‘স্যার’ ডেকেছেন: ট্রাম্প
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে তার কাছে গিয়ে তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন–এমন দাবিই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের অমীমাংসিত প্রতিরক্ষা ও বাণিজ্য সংক্রান্ত বিষয়–বিশেষ করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন ট্রাম্প।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হাউস জিওপি মেম্বার রিট্রিটে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “ভারত অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার করেছিল, কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও তারা তা পায়নি। প্রধানমন্ত্রী মোদি এ বিষয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।”

তবে ট্রাম্পের দাবি শুল্ক ইস্যুতে প্রধানমন্ত্রী মোদি তার ওপর সন্তুষ্ট নন। ট্রাম্প বলেন, “তিনি আমার ওপর খুব একটা খুশি নন, কারণ তাদেরকে এখন অনেক শুল্ক পরিশোধ করতে হচ্ছে। তার ওপর ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।”

বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক নিয়েও কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সামরিক সরঞ্জাম ক্রয়ে বিলম্বের প্রসঙ্গ তুলেন, বিশেষ করে অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে। তিনি বলেন, ভারত অনেক বছর ধরে এই হেলিকপ্টারগুলোর জন্য অপেক্ষা করছে এবং বিষয়টি এখন অগ্রগতির দিকে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, এই সপ্তাহের শুরুতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপ এখনো একটি বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে। রাশিয়ার তেল ইস্যুতে যদি তারা সহযোগিতা না করে, তাহলে আমরা ভারতের ওপর শুল্ক আরও বাড়াতে পারি।”

সম্পর্কিত