চরচা ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডে ১৪ জন ‘ভণ্ড বাবা’কে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাঁদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, সরকার পরিচালিত ‘অপারেশন কালনেমি’র আওতায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানের লক্ষ্য প্রতারণা ও ধর্মান্তরের সঙ্গে জড়িত ভণ্ড বাবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ কর্মকর্তা নিলেশ আনন্দ ভরনে এক সংবাদ সম্মেলনে জানান, এ পর্যন্ত রাজ্যে সাড়ে ৫ হাজারের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার ১৮২ জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

ভারতের উত্তরাখণ্ডে ১৪ জন ‘ভণ্ড বাবা’কে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাঁদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, সরকার পরিচালিত ‘অপারেশন কালনেমি’র আওতায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানের লক্ষ্য প্রতারণা ও ধর্মান্তরের সঙ্গে জড়িত ভণ্ড বাবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ কর্মকর্তা নিলেশ আনন্দ ভরনে এক সংবাদ সম্মেলনে জানান, এ পর্যন্ত রাজ্যে সাড়ে ৫ হাজারের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার ১৮২ জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।