কৌশলের নামে বিএনপির নেতা-কর্মীরা গুপ্ত বেশ ধারণ করেনি: তারেক রহমান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
‘কৌশলের নামে বিএনপির নেতা-কর্মীরা গুপ্ত বেশ ধারণ করেনি’

কোনো পরিস্থিতিতেই বিএনপি নেতা-কর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গুম-খুন ও নানা নির্যাতনের পরও বিএনপির নেতা-কর্মীরা কখনও রাজপথ ছেড়ে যায়নি।

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামক দুই সংগঠনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় তারেক রহমান বলেন, ‘‘বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল।’’

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখেছি, কিন্তু রাজনেতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাইব। জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে গুম-খুনের শিকার শহীদদের নামে সড়ক এবং স্থাপনার নামকরণ করা হবে।’’

তারেক রহমান বলেন, ‘‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনরা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি।’’

এই মতবিনিময় সভায় গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্য ও স্বজনেরা অংশ নিয়েছেন।

সম্পর্কিত