নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি। ছবি: রয়টার্স

আমেরিকার নিউইয়র্ক সিটিতে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে ডেমোক্র্যাট জোহরান মামদানি জয় পেয়েছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ নির্বাচনে ভোট দিয়েছেন ২০ লাখের বেশি ভোটার। নিউইয়র্ক সিটিতে মঙ্গলবারের নির্বাচনে ১৯৬৯ সালের পর সর্বোচ্চ ভোট পড়েছে।

জোহরান মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র। ভোটের আগে বিভিন্ন জরিপে কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার চেয়ে জনসমর্থনে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি।

এদিকে ভোটের আগের দিন সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন দেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোকে। বিলিয়নিয়ার ইলন মাস্কও কুমোর পাশে দাঁড়ান। প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন।

মামদানি একজন মুসলিম অভিবাসী। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে তার নির্বাচনী প্রচারের মূল লক্ষ্য নিউইয়র্ককে আরও সাশ্রয়ী করা। তার ইশতেহারের মধ্যে রয়েছে বাসাভাড়া স্থগিত করা, সবার জন্য বিনা মূল্যে শিশু পরিচর্যাসেবা এবং কম খরচের গণপরিবহন সেবা চালু করা।

সম্পর্কিত