১২ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ছাই যাচ্ছে ভারতের দিকে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
১২ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ছাই যাচ্ছে ভারতের দিকে
১০ থেকে ১২ হাজার বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। ছবি: রয়টার্স

প্রায় ১২ হাজার বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। এর ফলে তৈরি হওয়া বিরাট ছাই-মেঘ উত্তর ভারতের দিকে অগ্রসর হচ্ছে। ঝুঁকি এড়াতে বাতিল করা হয়েছে দেশটির বেশ কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক ফ্লাইট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার সকালে ইথিওপিয়ার আফার অঞ্চলে বিস্ফোরণের মাধ্যমে আগ্নেয়গিরিটি জেগে ওঠে।

এতে আরও বলা হয়েছে, ঝুঁকি এড়াতে ভারতের বিভিন্ন এয়ারলাইন ও বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আকাসা এয়ার, ইন্ডিগো ও কেএলএম ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, উড়োজাহাজগুলোকে আগ্নেয়গিরির ছাই আচ্ছাদিত অঞ্চল এড়িয়ে চলতে হবে।

এয়ারলাইনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো উড়োজাহাজ ছাই-মেঘে প্রবেশ করেছে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে।

তাছাড়া ছাই-মেঘ কোনো বিমানবন্দর এলাকার ওপর দিয়ে বয়ে যেতে পারে- এমন আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে অবিলম্বে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও বিমান পার্ক করা এলাকায় পরীক্ষা-নিরীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আকাসা এয়ার জানিয়েছে, ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির ছাই-মেঘের কারণে ২৪ ও ২৫ নভেম্বর তাদের জেদ্দা, কুয়েত ও আবুধাবিগামী ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইন্ডিগো এক্সে পোস্ট করে জানিয়েছে, ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির বিস্ফোরণের পর ছাই-মেঘ ভারতের পশ্চিমাঞ্চলের দিকে আসছে। যাত্রীদের উদ্বেগ স্বাভাবিক, তবে তাদের নিরাপত্তাই ইন্ডিগোর সর্বোচ্চ অগ্রাধিকার।

হাইলি গুবি আগ্নেয়গিরিটি ইথিওপিয়ার এরতা আলি পর্বতমালায় অবস্থিত। বিজ্ঞানীদের অনুমান, এটি শেষবার বিস্ফোরিত হয়েছিল ১০ থেকে ১২ হাজার বছর আগে। সর্বশেষ এবারের বিস্ফোরণে সৃষ্ট ছাই-মেঘ লোহিত সাগর পেরিয়ে প্রথমে ইয়েমেন ও ওমানের দিকে ছড়িয়ে পড়ে, পরে তা পূর্ব দিকে ঘুরে এসে উত্তর আরব সাগরের ওপর দিয়ে ভারতের দিকে অগ্রসর হয়েছে।

সম্পর্কিত