চরচা প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রতীক ‘শাপলা’ প্রসঙ্গে আবারও আগের অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, “কমিশন ইতোমধ্যেই তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। এখনও কমিশন আগের অবস্থানই আছে।”
শাপলা প্রতীক না দেওয়ার পেছনে আইনি ব্যাখ্যা কী জানতে চাইলে ইসি সচিব বলেন, “নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নেই। এটার ব্যাপারে যদি আইনি ব্যাখ্যাটা জিজ্ঞেস করেন তাহলে আইনজ্ঞকে জিজ্ঞেস করতে হবে। আখতার আহমেদকে নয়।”
এনসিপির অভিযোগ, শাপলা প্রতীক বরাদ্দে ইসির আইনি ব্যাখ্যা নেই-এই বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “আইনি ব্যাখ্যাটা হচ্ছে, প্রতীকটা আমাদের তফসিলে নেই। অতএব আইনগতভাবে তফসিলে না থাকার কারণে প্রতীক দেওয়া হয়নি। এটা আমরা আগাগোড়াই বলে আসছি। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে বলবে।”
এনসিপি নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে গতকাল রোববার হুঁশিয়ারি দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
কমিশন নিজস্ব বিবেচনা অনুযায়ী দলটিকে প্রতীক বরাদ্দ দিয়ে চলতি সপ্তাহেই আদেশ জারি করবে বলেও জানান ইসি সচিব।
নির্বাচন কমিশন পুনর্গঠনে এনসিপির দাবির বিষয়ে আখতার আহমেদ বলেন, “এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। রাজনৈতিক বিষয় কমিশনের এখতিয়ারের বাইরে।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রতীক ‘শাপলা’ প্রসঙ্গে আবারও আগের অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, “কমিশন ইতোমধ্যেই তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। এখনও কমিশন আগের অবস্থানই আছে।”
শাপলা প্রতীক না দেওয়ার পেছনে আইনি ব্যাখ্যা কী জানতে চাইলে ইসি সচিব বলেন, “নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নেই। এটার ব্যাপারে যদি আইনি ব্যাখ্যাটা জিজ্ঞেস করেন তাহলে আইনজ্ঞকে জিজ্ঞেস করতে হবে। আখতার আহমেদকে নয়।”
এনসিপির অভিযোগ, শাপলা প্রতীক বরাদ্দে ইসির আইনি ব্যাখ্যা নেই-এই বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “আইনি ব্যাখ্যাটা হচ্ছে, প্রতীকটা আমাদের তফসিলে নেই। অতএব আইনগতভাবে তফসিলে না থাকার কারণে প্রতীক দেওয়া হয়নি। এটা আমরা আগাগোড়াই বলে আসছি। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে বলবে।”
এনসিপি নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে গতকাল রোববার হুঁশিয়ারি দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
কমিশন নিজস্ব বিবেচনা অনুযায়ী দলটিকে প্রতীক বরাদ্দ দিয়ে চলতি সপ্তাহেই আদেশ জারি করবে বলেও জানান ইসি সচিব।
নির্বাচন কমিশন পুনর্গঠনে এনসিপির দাবির বিষয়ে আখতার আহমেদ বলেন, “এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। রাজনৈতিক বিষয় কমিশনের এখতিয়ারের বাইরে।”

জীবদ্দশায় এই কিংবদন্তীর সবচেয়ে বড় অর্জনের ২ টা হলো তার অহিংস প্রতিবাদের ডাকে আমেরিকার সংবিধানে ২৪তম সংশোধনীর অনুমোদন হয় যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের ওপর আরোপিত কর বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন (Civil Rights Act) পাস করা হয়।

সিআইডি জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই প্রতারক চক্রের এই দুই সদস্য অর্থের বিনিময়ে ও যোগসাজসে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ও তা বিভিন্ন সোস্যাল মিডিয়াকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে বিক্রি করত।