চরচা ডেস্ক

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রেলের ডেমু ট্রেন ও ইঞ্জিন কেনায় ৯০০ কোটি টাকার বেশি ক্ষতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এঘটনায় সাবেক দুই মহাপরিচালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
এদিকে, ঋণের নামে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এস আলমের চেয়ারম্যানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
২০১৩ সালে ৩০ বছর স্থায়ীকাল ধরে চীন থেকে সাড়ে ৬০০ কোটি টাকায় ২০টি ডেমু ট্রেন আমদানি করে রেল কর্তৃপক্ষ।
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, কেনার পাঁচ-ছয় মধ্যেই ডেমু ট্রেন বিকল হতে শুরু করে এবং ৩ বছর আগে সবগুলোই স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
দুদকের এজহারে বলা হয়েছে, সম্ভাব্যতা যাচাই ছাড়াই অকার্যকর ডেমু ট্রেন কিনে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আর রেলের ১০ ইঞ্চিন ক্রয়ে ৩২২ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ সাবেক মহাপরিচালক শামসুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামের ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলামসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রেলের ডেমু ট্রেন ও ইঞ্জিন কেনায় ৯০০ কোটি টাকার বেশি ক্ষতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এঘটনায় সাবেক দুই মহাপরিচালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
এদিকে, ঋণের নামে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এস আলমের চেয়ারম্যানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
২০১৩ সালে ৩০ বছর স্থায়ীকাল ধরে চীন থেকে সাড়ে ৬০০ কোটি টাকায় ২০টি ডেমু ট্রেন আমদানি করে রেল কর্তৃপক্ষ।
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, কেনার পাঁচ-ছয় মধ্যেই ডেমু ট্রেন বিকল হতে শুরু করে এবং ৩ বছর আগে সবগুলোই স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
দুদকের এজহারে বলা হয়েছে, সম্ভাব্যতা যাচাই ছাড়াই অকার্যকর ডেমু ট্রেন কিনে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আর রেলের ১০ ইঞ্চিন ক্রয়ে ৩২২ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ সাবেক মহাপরিচালক শামসুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামের ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলামসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।