চরচা ডেস্ক

আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর সেপ্টেম্বর রাতে আবারও দেখা যাবে ‘ব্লাড মুন’। পূর্ণ চন্দ্রগ্রহণের এ সময় চাঁদ ধীরে ধীরে রূপ নেবে লালচে আভায়, যা আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে এক রহস্যময় সৌন্দর্যে।
মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম জানিয়েছে, এবারের পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে প্রায় ৮২ মিনিট— যা সাম্প্রতিক সময়ের দীর্ঘতম গ্রহণগুলোর একটি। বিশ্বের প্রায় ৮৫ ভাগ মানুষই এবারের চন্দ্রগ্রহণ দেখতে পারবে।
চন্দ্রগ্রহণ কীভাবে ঘটে
পূর্ণ চন্দ্রগ্রহণ হয় যখন পৃথিবী সরাসরি সূর্য ও চাঁদের মাঝখানে আসে, ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যায়। গ্রহণের শুরু ও শেষে চাঁদ পৃথিবীর হালকা ছায়া 'পেনামব্রা'য় থাকায় কিছুটা ম্লান দেখায়।
কেন লাল হয় চাঁদ
চন্দ্রগ্রহণের সময় চাঁদের যে লালচে আভা দেখা যায়, তা ঘটে ‘রে লি স্ক্যাটারিং’ নামের এক বৈজ্ঞানিক কারণে। ঠিক যেভাবে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লালচে হয়ে ওঠে, একই প্রক্রিয়ায় চন্দ্রগ্রহণেও চাঁদ রক্তবর্ণ ধারণ করে।
পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সরাসরি সূর্যালোক চাঁদের কাছে পৌঁছাতে বাধা দেয়। তবে কিছু সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল হয়ে চাঁদের দিকে পৌঁছায়। এ সময় বায়ুমণ্ডলে প্রবেশ করা আলোতে থাকা নীল ও বেগুনি তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে পড়ে আর লাল ও কমলা তরঙ্গদৈর্ঘ্যের আলো অপেক্ষাকৃত কম ছড়িয়ে চাঁদের দিকে বেঁকে যায়। ফলস্বরূপ, চাঁদ একধরনের লালচে আভা ধারণ করে।
নাসার মতে, পৃথিবীর বায়ুমণ্ডলে ধূলিকণা, মেঘ বা আগ্নেয়গিরির ছাই বেশি থাকলে চাঁদ আরও গাঢ় লাল বা তামাটে রঙ ধারণ করতে পারে।

আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর সেপ্টেম্বর রাতে আবারও দেখা যাবে ‘ব্লাড মুন’। পূর্ণ চন্দ্রগ্রহণের এ সময় চাঁদ ধীরে ধীরে রূপ নেবে লালচে আভায়, যা আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে এক রহস্যময় সৌন্দর্যে।
মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম জানিয়েছে, এবারের পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে প্রায় ৮২ মিনিট— যা সাম্প্রতিক সময়ের দীর্ঘতম গ্রহণগুলোর একটি। বিশ্বের প্রায় ৮৫ ভাগ মানুষই এবারের চন্দ্রগ্রহণ দেখতে পারবে।
চন্দ্রগ্রহণ কীভাবে ঘটে
পূর্ণ চন্দ্রগ্রহণ হয় যখন পৃথিবী সরাসরি সূর্য ও চাঁদের মাঝখানে আসে, ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যায়। গ্রহণের শুরু ও শেষে চাঁদ পৃথিবীর হালকা ছায়া 'পেনামব্রা'য় থাকায় কিছুটা ম্লান দেখায়।
কেন লাল হয় চাঁদ
চন্দ্রগ্রহণের সময় চাঁদের যে লালচে আভা দেখা যায়, তা ঘটে ‘রে লি স্ক্যাটারিং’ নামের এক বৈজ্ঞানিক কারণে। ঠিক যেভাবে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লালচে হয়ে ওঠে, একই প্রক্রিয়ায় চন্দ্রগ্রহণেও চাঁদ রক্তবর্ণ ধারণ করে।
পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সরাসরি সূর্যালোক চাঁদের কাছে পৌঁছাতে বাধা দেয়। তবে কিছু সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল হয়ে চাঁদের দিকে পৌঁছায়। এ সময় বায়ুমণ্ডলে প্রবেশ করা আলোতে থাকা নীল ও বেগুনি তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে পড়ে আর লাল ও কমলা তরঙ্গদৈর্ঘ্যের আলো অপেক্ষাকৃত কম ছড়িয়ে চাঁদের দিকে বেঁকে যায়। ফলস্বরূপ, চাঁদ একধরনের লালচে আভা ধারণ করে।
নাসার মতে, পৃথিবীর বায়ুমণ্ডলে ধূলিকণা, মেঘ বা আগ্নেয়গিরির ছাই বেশি থাকলে চাঁদ আরও গাঢ় লাল বা তামাটে রঙ ধারণ করতে পারে।

আগামী বছরের ১ জানুয়ারি জাতিসংঘের দশম মহাসচিব পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন। আর সেসবের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতি আনালিনা বেয়ারবক গত বুধবার দেশগুলোকে আগামী ১ এপ্রিলের মধ্যে প্রার্থীদের নাম মনোনীত করার আহ্বান জানিয়েছেন। এর ফলে, প্রার্থীরা এ বছর ২০ এপ্

ভেনেজুয়েলার সাবেক নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় উৎসাহিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুমকি দিচ্ছেন। এমন এক সময়ে এই হুমকি আসছে, যখন ইসলামি প্রজাতন্ত্রটির ধর্মীয় শাসকরা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভের মুখে পড়েছে। ট্রাম্পের এই বারবার সতর্