চীনের নজরদারি জাহাজ কী কী নজরে রাখে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চীনের নজরদারি জাহাজ কী কী নজরে রাখে
চীনের সামরিক নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং-৫। ছবি: এক্স থেকে নেওয়া

চীনের একটি বড় সামরিক নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং-৫। ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্টের প্রতিবেদন বলছে , এটি বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। তবে নর্থ ইস্টের এই দাবি চরচা স্বাধীনভাবে দাবি যাচাই করতে পারেনি।

গত জুলাইতেও ফরাসি গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, চীনের একটি নজরদারি জাহাজ বঙ্গোপসাগরে রয়েছে। মার্কিন সাময়িকী দ্য উইকের এক প্রতিবেদন ওই তথ্য জানানো হয়।

ইউয়ান ওয়াং-৫ সামরিক নজরদারি জাহাজটি স্যাটেলাইট, রকেট ও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নজরদারিতে ব্যবহার করা হয়।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই জাহাজটির দৈর্ঘ্য ২২২ মিটার (৭২৮ ফুট) এবং প্রস্থ ২৫ মিটার। এতে বিশাল স্যাটেলাইট ডিশ ও রাডার সিস্টেম রয়েছে। এটি একটি রকেট উৎক্ষেপণ নিয়মিত পর্যবেক্ষণ করতে পারে এবং মহাকাশযানকে কক্ষপথ পরিবর্তনে নির্দেশ দিতে সক্ষম।

২০০৭ সালে নির্মিত ইউয়ান ওয়াং-৫ পরিচালনা করে চায়না স্যাটেলাইট মেরিটাইম ট্র্যাকিং অ্যান্ড কন্ট্রোল ডিপার্টমেন্ট। এর ঘাঁটি সাংহাইয়ের কাছাকাছি ইয়াংসি নদীর তীরে জিয়াংইন বন্দর শহরে।

কোন কোন মিশনে ছিল ইউয়ান ওয়াং-৫

ইউয়ান ওয়াং ৫ চীনের মানববাহী মহাকাশ কর্মসূচি, চাঁদ ও মঙ্গল অভিযান এবং বেইদৌ ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, ২০২২ সাল পর্যন্ত এই জাহাজ ৮০টিরও বেশি সমুদ্রভিত্তিক নজরদারি মিশন শেষ করেছে। এ সময় এটি ৫ লাখ ৭০ হাজার নটিক্যাল মাইল অতিক্রম করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক বন্দরে নোঙর করেছে।

অভ্যুত্থানের বছর শ্রীলঙ্কায় কী করছিল জাহাজটি?

শ্রীলঙ্কায় অভ্যুত্থানের বছর অর্থাৎ ২০২২ সালের ১১ আগস্ট দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা আন্তর্জাতিক বন্দরে ভিড়ে চীনের নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং- ৫। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউয়ান ওয়াং ৫–এ ৪০০ জনেরও বেশি কর্মী ছিলেন। যাদের মধ্যে প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরাও ছিলেন। ভারতের আশঙ্কা ছিল, দেশটির বড় ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীন হাম্বানটোটা বন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করবে। এশিয়া ও ইউরোপের প্রধান বাণিজ্যিক পথের পাশে এই বন্দরের অবস্থান। এই জাহাজ নিয়ে উদ্বেগ জানিয়েছিল আমেরিকাও।

সম্পর্কিত