চরচা ডেস্ক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে প্রিমিয়ার হয়ে গেল নতুন চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। গতকাল শুক্রবার এক প্রেস কনফারেন্সে সিনেমাটির বিভিন্ন দিক তুলে ধরেন নির্মাতা ও সংশ্লিষ্টরা।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি ও বর্তমান সমাজের উচ্চাকাঙ্ক্ষার গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি মূলত একটি পলিটিক্যাল স্যাটায়ার বা রাজনৈতিক ব্যঙ্গচিত্র।
পরিচালক আকাশ হকের মতে, এটি কেবল ছাত্র রাজনীতির গল্প নয়। এখানে দেখানো হয়েছে কীভাবে তৃতীয় বিশ্বের একটি সমাজে মানুষের স্বপ্নগুলোকে ক্ষমতার কাছে বন্ধক রাখতে হয়। সিনেমার চরিত্রদের কোনো নাম নেই। তাদের পরিচয় কেবল তাদের রাজনৈতিক পদবী দিয়ে। মানুষের উচ্চাকাঙ্ক্ষা কীভাবে তার সরলতাকে ধ্বংস করে দেয়, সিনেমাটি সেই প্রশ্নই দর্শকদের সামনে রেখেছে।
রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি তৈরি হয়েছে। সিনেমাটির ‘সহমত ভাই’ গানটি এরই মধ্যে বেশ পরিচিতি পেয়েছে, যা গেয়েছেন র্যাপার তাবিব মাহমুদ। সিনেমাটির স্থায়িত্ব ১৪২ মিনিট।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন, দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, মেহেদী হাসান সোহান। বিশেষ একটি চরিত্রে আছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।
সিনেমাটি প্রযোজনা করেছে ‘বি টিম’ এবং পরিবেশনায় আছে ‘এইচ এন্ড এম প্রডাকশন’। জাতীয় জাদুঘরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর নির্মাতা পক্ষ জানিয়েছেন, খুব শিগগিরই এটি দেশের সাধারণ প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়া হবে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে প্রিমিয়ার হয়ে গেল নতুন চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। গতকাল শুক্রবার এক প্রেস কনফারেন্সে সিনেমাটির বিভিন্ন দিক তুলে ধরেন নির্মাতা ও সংশ্লিষ্টরা।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি ও বর্তমান সমাজের উচ্চাকাঙ্ক্ষার গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি মূলত একটি পলিটিক্যাল স্যাটায়ার বা রাজনৈতিক ব্যঙ্গচিত্র।
পরিচালক আকাশ হকের মতে, এটি কেবল ছাত্র রাজনীতির গল্প নয়। এখানে দেখানো হয়েছে কীভাবে তৃতীয় বিশ্বের একটি সমাজে মানুষের স্বপ্নগুলোকে ক্ষমতার কাছে বন্ধক রাখতে হয়। সিনেমার চরিত্রদের কোনো নাম নেই। তাদের পরিচয় কেবল তাদের রাজনৈতিক পদবী দিয়ে। মানুষের উচ্চাকাঙ্ক্ষা কীভাবে তার সরলতাকে ধ্বংস করে দেয়, সিনেমাটি সেই প্রশ্নই দর্শকদের সামনে রেখেছে।
রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি তৈরি হয়েছে। সিনেমাটির ‘সহমত ভাই’ গানটি এরই মধ্যে বেশ পরিচিতি পেয়েছে, যা গেয়েছেন র্যাপার তাবিব মাহমুদ। সিনেমাটির স্থায়িত্ব ১৪২ মিনিট।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন, দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, মেহেদী হাসান সোহান। বিশেষ একটি চরিত্রে আছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।
সিনেমাটি প্রযোজনা করেছে ‘বি টিম’ এবং পরিবেশনায় আছে ‘এইচ এন্ড এম প্রডাকশন’। জাতীয় জাদুঘরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর নির্মাতা পক্ষ জানিয়েছেন, খুব শিগগিরই এটি দেশের সাধারণ প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়া হবে।

সম্মেলনে ২০২৫ সালের সফলতার চিত্র তুলে ধরে প্রধান অতিথি মো. আনোয়ারুল হক জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও গত বছর ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরূপ হয়েছে । তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সুশাসন ও সদিচ্ছার মাধ্যমে খেলাপি ঋণের হার সহনীয় মাত্রায় নামিয়ে আনা ব্যাংকের জন্য একটি বড় সাফল্য।